নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের দক্ষিন নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবা থেকে মুন্নি খানম (২০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলের কচুরিপানার ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত মুন্নি খানম ওই এলাকার সৌদি প্রবাসী মোঃ শিমুল মিনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ বছর আগে তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয়ের সাথে পারিবারিকভাবে মুন্নির বিবাহ হয়। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে শ্বশুড়বাড়ি থেকে মুন্নি বাবার বাড়ি নলামারায় বেড়াতে আসেন। ওইদিন সন্ধ্যার পর সে নিখোজ হয়ে যায়। পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন খোজাখুজি করে তাকে না পেয়ে ১লা সেপ্টেম্বর নড়াগাতী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসী ওই ডোবা থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে নড়াগাতী থানা পুলিশ এসে ডোবার কচুরিপানার ভিতর থেকে মরাদেহ উদ্ধার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরাদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।