চব্বিশের জুলাইয়ে রক্তস্নাত গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে সংহত করতে কালচারাল ফ্যাসিজম হঠানোর অঙ্গীকারের মধ্য দিয়ে খুলনায় জুলাই বিপ্লবের পঙক্তিমালা শীর্ষক কবিতা পাঠের আসর এবং জুলাই পদক-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
খুলনা কবি সাহিত্যিক ফোরামের আয়োজনে শনিবার সন্ধ্যায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয়ে চলে রাত অবধি। ফোরামের আহবায়ক এস এম আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ আলী হাকিম।
সাইফুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির আহবায়ক এনামুল হক, বিএফইউজের সহকারি মহাসচিব ও দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সহ সভাপতি ও মানবজমিনের ব্যুরো প্রধান মো: রাশিদুল ইসলাম, এমইউজের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, কথা সাহিত্যিক ফিরোজ আহমেদ, মনিরুজ্জামান লাভলু, আবু আসলাম বাবু, খান আখতার হোসেন, মনিরুজ্জামান মোড়ল, সাইফুর মিনা, জিনারুল ইসলাম, এ জি রানা, নাসিমা সুলতানা নিলু। সমাপনী বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ।
অনুষ্ঠানে জুলাই অভ্যূত্থানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন ছড়াকার জগলুল হায়দার, লেখক গবেষক কাবেদুল ইসলাম, প্রকাশক কাদের বাবু, অনলাইন এক্টিভিস্ট ও চিন্তক দিপ্র হাসান, গ্রাফিতি সংগ্রাহক সৈয়দ আলী হাকিম, ‘বিপ্লবী পাসওয়ার্ড’ বইয়ের লেখক আজাদুল হক আজাদ, আহত জুলাইযোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল এবং সাহসী সাংবাদিক মো: এম এ সাদী।
উপস্থিত ছিলেন খুলনার অধিকাংশ সাহিত্য সংগঠনের কবি-সাহিত্যিক, সাংস্কৃতিকজন, সংগঠক এবং এক ঝাঁক বাচিকশিল্পী