সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কলেজ থেকে ফিরে ছাত্রীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

কলেজ থেকে ফিরে ছাত্রীর আত্মহত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে কামনা (১৮) নামে এক কলেজছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাতে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর কামনাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত কামনা উপজেলার মাঝিড়াপাড়ার বাবুল হোসেনের মেয়ে এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

কামনার বড় বোন জানান, রোববার বাড়ির পাশে প্রতিবেশীদের সঙ্গে তার ঝগড়া হয়। তারপর সে কলেজে যাওয়ার প্রস্তুতি নিলে খেতে বলা হয়। কিন্তু না খেয়ে কলেজে যায়। কলেজ থেকে ফিরেও কিছু না খেয়ে ঘরে শুয়ে থাকে। এক সময় শব্দ শুনে ঘরে এসে দেখা যায় কামনা মেঝেতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো যায়নি। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কামনা মারা যায়। কিন্তু কামনা গ্যাস ট্যাবলেট কীভাবে পেল তা তার পরিবারের কেউ জানে না।

নিহতের প্রতিবেশীরা জানান, এক-দেড় মাস আগে কামনা কলেজে যাওয়ার কথা বলে অজ্ঞাত পরিচয় এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে অভিভাবকরা পুলিশের সহায়তায় ঢাকা থেকে কামনাকে ফিরিয়ে নিয়ে আসেন। এ নিয়ে কামনা মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষককে নাকে খত

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

‘তুমি পরোটা বানাও মা, আমি আসছি’- পরে ছেলের নিথর দেহ ফিরলো ঘরে

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।