সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে | চ্যানেল খুলনা

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

প্রশ্ন উঠছে, মোস্তাফিজ তো নিজের ইচ্ছায় আইপিএল থেকে সরে যাননি, তাই তিনি ক্ষতিপূরণ পাবেন কি কলকাতার কাছ থেকে? সেই সম্ভাবনা খুব একটা নেই বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। যা খেলোয়াড়ের অধিকার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এক সূত্রের বরাতে পিটিআই জানায়, বিদ্যমান বিমাকাঠামো ক্ষতিপূরণের খুব কম সুযোগ রেখেছে।

নাম প্রকাশ না করার শর্তে আইপিএলের এক কর্মকর্তা বলেন, আইপিএলে সব খেলোয়াড়ের বেতন বিমা করা থাকে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ফ্র্যাঞ্চাইজি অর্থ দেয়, যদি তিনি ক্যাম্পে যোগ দেওয়ার পরে বা টুর্নামেন্ট চলাকালে চোটে পড়েন। সাধারণত বিমা থেকে ৫০ ভাগ অর্থ দেওয়া হয়। এটি ভারতের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ভালো, যাঁরা সাধারণত বিসিসিআইয়ের কাছ থেকে অর্থ পান।

মোস্তাফিজের ঘটনাটি সাধারণ বিমা শর্তাবলির আওতায় পড়ে না; যেহেতু কোনো ক্রিকেটীয় কারণে তাঁকে বাদ দেওয়া হয়নি। তাই কলকাতা তাঁকে কোনো অর্থ দিতে চুক্তিবদ্ধ নয়। ক্ষতিপূরণের জন্য মোস্তাফিজকে তাই হাঁটতে হবে আইনি পথে।

ওই কর্মকর্তা আরও বলেন, এটি দুর্ভাগ্যজনক, কিন্তু মোস্তাফিজের আইনি পথ ধরা ছাড়া খুব একটা বিকল্প নেই এবং আইপিএল ভারতের আইনগত এখতিয়ারের অধীনে পড়ে। কোনো বিদেশি ক্রিকেটারই এর মধ্য দিয়ে যেতে বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) পথ নিতে চাইবেন না।

মোস্তাফিজের ঘটনা আর শুধু আইপিএলের মধ্যে সীমাবদ্ধ নয়। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরাতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

পাকিস্তানের পথেই কি বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক?

জুনে অস্ট্রেলিয়া, আগস্টে বাংলাদেশে আসছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।