সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
করোনায় ৪৪ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,২০১ | চ্যানেল খুলনা

করোনায় ৪৪ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,২০১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৪ জনসহ মোট দুই হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ২০১ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

চ্যানেল খুলনা ডেস্কঃমহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ৯৬ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১২১তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২০১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৮টি ল্যাবে ১৪ হাজার ২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩০৭টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩,৫২৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৭৬ হাজার ১৪৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
  • মারা গেছেন: ২ হাজার ৯৬ জন।
  • মোট সুস্থ: ৭৬ হাজার ১৪৯ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৮ লাখ ৬০ হাজার ৩০৭টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ১৫ লাখ ৭২ হাজার ১১৯ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৫ লাখ ৪৩ হাজার ৫২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ৩৭ হাজার ৪৭ জনের। বাকী ৪৪ লাখ ৯২ হাজার ২০ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৯ লাখ ৮৩ হাজার ১৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৭৬ লাখ ২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৮৬২।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩২ হাজার ৫৭১ জন।
  • ব্রাজিল: ৬৪ হাজার ৯০০ জন।
  • যুক্তরাজ্য: ৪৪ হাজার ২২০ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৮৬১ জন।
  • মেক্সিকো: ৩০ হাজার ৬৩৯ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৮৯৩ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩৮৫ জন।
  • ভারত: ১৯ হাজার ৭০৭ জন।
  • পেরু: ১০ হাজার ৫৮৯ জন।
  • ইরান: ১১ হাজার ৫৭১ জন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

খুলনায় করোনা আক্রান্তে ৪ জনের মধ্যে ৩ জন বয়রা এলাকার

করোনায় আরো ২ জনসহ মোট মৃত্যু ২৯ হাজার ৫০২ জন

কারা পরিমিত পরিমাণে মাংস খাবেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।