সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কঠোর লকডাউনে খুলনা কোয়ান্টামের দাফন সেবা চলমান | চ্যানেল খুলনা

কঠোর লকডাউনে খুলনা কোয়ান্টামের দাফন সেবা চলমান

দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। আর এই লকডাউনের মধ্যেও করোনায় মৃতদেহের দাফন বা সৎকারে স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় রয়েছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার দাফন কার্যক্রম। ধর্মবর্ণনির্বিশেষে শেষ বিদায় জানাতে দিনে বা রাতে ২৪ ঘণ্টা ধর্মীয় মর্যাদা ও স্বাস্থ্যবিধি মেনে দাফন বা সৎকারের কাজ করছেন এ সংগঠণের সদস্যরা। লকডাউনের মধ্যেও চলছে তাদের নিরলস মানবিক এ সেবা কার্যক্রম।
লকডাউনের মধ্যে বৃহস্পতিবারই চার জন মরদেহের শেষকৃত্যে অংশ নিয়েছেন সংগঠণটির দাফনকর্মীরা। এর মধ্যে খুলনা সদর হাসপাতাল থেকে একজন, খুলনা মেডিকেল থেকে একজন এবং বয়রা ও গগনবাবু রোডে বাসা থেকে দুজনের শেষকৃত্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দল। মৃতদের তিনজন কোভিড-১৯ এবং একজনের ছিল সাধারণ মৃত্যু। সদর হাসপাতাল থেকে মাধুরী মন্ডলকে (৫৩) আমাদের টিম গোসলশেষে রূপসা শ্মশানে নিয়ে দাহ করতে সরাসরি অংশ নেন। বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম।
গত বছর জুন থেকে খুলনায় করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের দাফন-সৎকারে কাজ করছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। ২ জুলাই পর্যন্ত খুলনা শাখার ব্যবস্থাপনায় প্রায় একশ’ ১০ জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। খুলনা শাখার তত্ত্বাবধানে গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরাতেও পরিচালিত হচ্ছে এ অঞ্চলের দাফন কার্যক্রম।
কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক করোনায় মৃতদেও দাফন বা সৎকারে মানবিক সেবা নিয়ে সবসময় প্রস্তুত রয়েছে। বিশেষ করে করোনার এই দুর্যোগকালেও মৃতদের স্বজনদের পাশে থেকে নিরলস সেবায় নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবকরা।
কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার দাফন কার্যক্রমের সমন্বয়ক মুস্তফা আশরাফ সিদ্দিকী জানান, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের দাফনবিধি মেনে কাজ করে থাকি। নারীদের পর্দার বিধান মেনে দাফন-কাফনের জন্যে রয়েছে আমাদের প্রশিক্ষিত নারী টিম। স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃতের দাফনসংক্রান্ত যেকোনো প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার ০১৭৪০-৯৩৯৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের মিলাদ মাহফিল

ফুলতলার দামোদর ইউনিয়নে ভোটার সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।