সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিং সেরা ব্যাটার রোহিত | চ্যানেল খুলনা

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিং সেরা ব্যাটার রোহিত

বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। নেতৃত্বের সঙ্গে ছেড়ে দিয়েছেন টেস্ট ফরম্যাটও। ওয়ানডে ফরম্যাটটা খেলবেন বললেও শেষ বিন্দুতে পৌঁছে গেছে ক্যারিয়ার। বয়স হয়েছে ৩৮। হারিয়েছেন নেতৃত্ব। ওয়ানডে ক্যারিয়ারই তার ১৮ বছরের। দীর্ঘ এই ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডের র‌্যাঙ্কিং সেরা ব্যাটার হলেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বুড়ো বয়সেও দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন তিনি। শেষ ম্যাচে হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন। তার আগের ম্যাচে ৭৩ রান করেছিলেন। এই দুই ইনিংসে তিন ধাপ এগিয়ে ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা হয়েছেন তিনি। রোহিত পেছনে ফেলেছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ও স্বদেশি তরুণ অধিনায়ক শুভমন গিলকে। সিরিজের আগে গিল র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাটে-বলে ভালো করেছেন অক্ষর প্যাটেল। গৌতম গম্ভীরের অধীনে ওয়ানডে ফরম্যাটে পাঁচে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া অক্ষর প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৩১ ও ৪৪ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচেই তিনি একটি করে উইকেট নিয়েছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে এই বাঁ-হাতি অফ স্পিনার ছয় ধাপ এগিয়ে ৩১ এ উঠেছেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে চাপ ধাপ এগিয়ে আটে উঠেছেন।

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো খেলে মিশেল স্যান্টনার বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে জায়গা পেয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজে ভালো করে জস হ্যাজলউড দুই ধাপ এগিয়ে আটে উঠেছেন। এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কেশব মহারাজ ও সিমন হার্মারের বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। এইডেন মার্করাম ও টনি ডি জর্জি ব্যাটিংয়ে এগিয়েছেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিং সেরা ব্যাটার রোহিত

বাংলাদেশের ছেলেদের আগে মেয়েদের বিশ্বকাপ জয়, জ্যোতি কী ভাবছেন

টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব এলে ‘না’ করবেন না লিটন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

১২ বছর পর থাইল্যান্ডের সামনে বাংলাদেশ

ভালো শুরুর পরও ৩০০ করতে না পারার আফসোস বাংলাদেশের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।