সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ওদের চেয়ে বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি | চ্যানেল খুলনা

ওদের চেয়ে বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি

জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে ইমার্জিং দলকে প্রস্তুতির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হয়েছে তারা। সেখানে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তৌহিদ হৃদয়। আজ (শুক্রবার) সফরকারীদের বিপক্ষে ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। ৮ উইকেটে পাওয়া জয়ে ৮৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

ম্যাচ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার। সেখানে হৃদয় জানালেন, করোনার সংক্রমণ শুরু হওয়ার পর মাঠে গড়ানো বিসিবি প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলে প্রতিপক্ষ বধের আত্মবিশ্বাস পেয়েছেন তিনি।

হৃদয় বলেন, ‘ওদের (আয়ারল্যান্ড উলভস) সাতটা খেলোয়াড় আছে জাতীয় দলের। আসলে মাঠে যখন খেলি কে জাতীয় দল, কে বড়-ছোট এসব মাথায় আসে না। সবসময় আমরা নামি জেতার জন্য। যদিও এটা আত্মবিশ্বাস দিবে ওদের জাতীয় দলের খেলোয়াড় ছিল।’

হৃদয় আরও যোগ করেন, ‘তবে বলতে পারি ওদের চেয়ে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু কাপে আমাদের স্থানীয় অনেক বড় বড় সিনিয়র খেলোয়াড় ছিল। ওখান থেকেই আমরা আত্মবিশ্বাস পেয়েছি।’

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে আজ ৯৭ বলে ৮৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন হৃদয়। যেখানে ৯টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। এর আগের তিন ওয়ানডেতেও রান পেয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৪৪ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেন ৩১ ও ৪৩ রান।

চতুর্থ ওয়ানডেতে ৫১ বল হাতে রেখে জয় পেয়েছে স্বাগতিকরা। যেখানে হৃদয় অপরাজিত ছিলেন ৮৮ রানে। উইকেটে তার সঙ্গী মাহমুদুল হাসান জয় ইনিংস শেষ করেন ৮০ রানে অপরাজিত থেকে। চাইলে যেকোনো একজন তো সেঞ্চুরির করতে পারবেন।

হৃদয় জানালেন, ‘সেঞ্চুরি নিয়ে কোনো কথা হয়নি। যে ছন্দে খেলছিলাম, সেভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি যদি টার্গেট নিতাম সেঞ্চুরির, হয়তো অন্যকিছু হতো। আমি চেষ্টা করেছি বলের গুরুত্ব অনুযায়ী খেলার।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইনজুরির ফাঁকে বান্ধবী নিকোলের সঙ্গে প্রেমে মজেছেন ইয়ামাল

হামজা-শমিতের গোল উদযাপন করেছে তাঁদের ক্লাবও

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।