সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের খবর-এর মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলুর সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামীনের দরবারে একান্ত আরজ করেন তিনি যেন তাঁর বান্দার ওপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসা সেবা সম্পন্ন করার তাওফিক দান করুন। আমীন।
উল্লেখ্য, রূপসা উপজেলার আমদাবাদ গ্রামের বাসিন্দা মৃত হাতেম আলীর বড় ছেলে সাংবাদিক সাইফুল ইসলাম বাবলু প্রতিদিনের ন্যায় তার কর্মস্থল সময়ের খবর অফিসে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে তিনি রূপালী সী ফুডস কোম্পানির সামনে এলে একজন নারী খুলনা-মোংলা মহাসড়ক পার হতে গেলে তাকে তিনি রক্ষা করতে যান। এ সময় ওই নারীর সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে তিনি পড়ে গিয়ে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।