খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, কানিজ ফাতেমা আমিন আইনজীবী হিসাবে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন; তেমনি নারীর অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াইয়ে ছিলেন নিবেদিত। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমার বীর উত্তমের আদর্শে ও খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই ছিল মহিলাদল নেত্রীর কানিজ ফাতেমার প্রেরণা। দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নারী নেত্রীর ভূমিকা পালন করেছেন তিনি।
শুক্রবার (৯ মে) বিকাল ৪টায় খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে সাবেক সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, অনেকটা শান্ত স্বভাবের নারী নেত্রী এড. কানিজ ফাতেমা আমিন ছিলেন মিষ্টভাষী ও সকলের কাছে গ্রহনযোগ্য। তার ব্যক্তিত্বকে দলের প্রতিটি মানুষ সম্মান করতেন। এড. কানিজ ফাতেমার শূন্যতা খুব সহজে পূরণ হবার নয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।
মহানগর মহিলা দলের আহবায়ক সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এড. হালিমা আক্তার খানমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোসান্মাৎ আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, এ্যাড: জাহানারা পারভীন, মোসান্মাৎ সালমা বেগম ও শাম্মী চৌধুরী মলি প্রমূখ। আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, খুলনা মহানগর মহিলাদলের সাধারন সম্পাদক, খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, খুলনা শিশু ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য অ্যাড. কানিজ ফাতিমা আমিন (৬১) ২০২৪ সালের ৮ মে বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।