সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল | চ্যানেল খুলনা

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আমরা দেশবাসী এবং প্রবাসী ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আমরা আশা করবো এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে, আহত করেছে। আমার সমর্থকদের বিভিন্ন স্থানে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। কিন্তু ধর্য্যরে পরীক্ষা দিচ্ছি আর বিচার আল্লাহ তায়ালার কাছে দিলাম। তিনি এরপরেও দেশবাসী শান্তিপূর্ণ, ভয়ভীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী খুলনা সদর থানাধীন ২৭ নং ওয়ার্ডের দোলখোলা, বনিয়াখামার, মিস্তিপাড়া, বাগমারা, লোহার গেট, হরিণটানা, বায়তুন নাজাত মসজিদ রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, দাওয়া ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাহরুল ইসলাম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, ২৭ নং ওয়ার্ডের আমীর আক্তারুজ্জামান সুমন, সেক্রেটারি আল আমিন, বিশিষ্ট সমাজ সেবক সুজায়াত আলি লস্কর, লিটন, মুরাদ হোসেন, ২৩ নং ওয়ার্ডের আমীর হুমায়ন কবির, ব্যাংকার আনিসুর রহমান, ফজলে রাব্বি, নজরুল, শিপন, রাহাত, জুয়েল, আব্দুল মালেক, রিয়াসাত আলী, পারভেজ, জুবায়ের, নাজমুস সাকিব, রাকিব, মহসিন মুন্না, আলামিন, এডভোকেট আওসাফুর রহমান, প্রভাশক জাহিদুর রহমান, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম, ইজাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। প্রচারনার সময় জনগনের মাঝে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় তিনি বলেন সকল ভয়ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়রীর নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করার আহবান জানান। তিনি বলেন, ২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনে এ দেশের মানুষ অংশগ্রহণ করতে পারেনি। নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয় এ ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে-তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।#

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।