সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
উপহারের বক্সে নায়িকাকে বিয়ের প্রস্তাব | চ্যানেল খুলনা

উপহারের বক্সে নায়িকাকে বিয়ের প্রস্তাব

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রূপালি পর্দায় অনেক বলিউড অভিনেত্রী থেকে জনপ্রিয় ও আলোচিত এই তামিল তারকা।

লাখ-কোটি ভক্তের মন জয় করা এই অভিনেত্রীর প্রেম-বিয়ে তথা ব্যক্তিগত জীবন সংবাদ শিরোনাম হয়নি কখনও। তবে এবার হঠাৎ তার একটি ঘটনা ভারতীয় গণমাধ্যমের শিরোনামে এসেছে।

তাহলো- তাকে নাকি এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। একটি উপহার বক্স দেয়ার কৌশলে প্রস্তাবটি দিয়েছিলেন ওই ভক্ত।

ভক্তের এমন অভিনব প্রস্তাবের খবরটি ভারতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তের সেই কীর্তির কথা জানালেন কীর্তি নিজেই।

তিনি বলেন, একটি অনুষ্ঠানে হাজির ছিলাম। সেখানে এক ভক্ত আমাকে উপহারের একটি বাক্স দেন। বক্সটি খুলে ভেতরে দেখি আমার ছবি ভর্তি একটি অ্যালবাম। খুব খুশি হয়েছিলাম তখন। ভক্তের এমন উপহার আমাকে চমকে দিয়েছিল। কিন্তু এরপর আরও একটি চমক অপেক্ষা করছিল, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বক্সটিতে একটি চিঠিও ছিলো। সেখানে আমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওই ভক্ত।

ঘটনাটি জানিয়ে কীর্তি এক গাল হেসে বলেন, ‘চিঠিটি আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। কারণ কলেজ জীবনে বা কখনোই আমি কোনো প্রেম পত্র পাইনি। এটা আমাকে সেই না পাওয়ার যাতনা ভুলিয়েছে।’
প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সুরেশ কুমার এবং অভিনেত্রী মেনকার কন্যা কীর্তি সুরেশ। ২০০০ সালে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় শুরু করেছিলেন। ২০১৩ সালের মালয়ালম ছবি গীতাঞ্জলির মাধ্যমে নাম ভূমিকায় অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে তার । তার অভিনীত রিং মাস্টার (২০১৪), ইধু এন্না মায়াম (২০১৫), রজনী মুরুগান (২০১৬), রেমো (২০১৬), নেনু সাইলাজা (২০১৬), বৈরভা (২০১৭), নেনু লোকাল, (২০১৭) থানা সর্ন্ধা কুট্টম (২০১৮), মহানতি (২০১৮), সান্দাকোজি ২ (২০১৮) এবং সরকার (২০১৮) ইত্যাদি ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস ইন্ডিয়া’। এছাড়া ‘রাঙ দে’ সিনেমায় নিতিনের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। পাশাপাশি ‘আন্নাত্তি’, ‘গুড লাক সাখি’, ‘মারাক্কার’ সিনেমায় অভিনয় করছেন কীর্তি।

তথ্যসূত্র: দ্য হ্যানস ইন্ডিয়া

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।