সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ইয়েমেনে মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলা | চ্যানেল খুলনা

ইয়েমেনে মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃইয়েমেনে মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি মিলিটারি প্যারেডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্যারা-মিলিটারি বাহিনী সিকিউরিটি বেল্ট ফোর্সে নিয়োগ উপলক্ষে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের শেষের দিকে মিলিটারি প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

সিকিউরিটি বেল্ট ফোর্স হলো সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি বাহিনী। এরা হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের সঙ্গে লড়ছে। সিকিউরিটি বেল্ট ফোর্সের কর্মকর্তারা হামলার জন্য হুথিদের দায়ী করেছেন। তবে হুথি বিদ্রোহীরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে গত আগস্টে সিকিউরিটি বেল্ট ফোর্সের গ্র্যাজুয়েশন প্যারেডে হামলা চালায় হুথিরা। এতে অন্তত ৩০ জন নিহত হয়। ওই হামলার কারণেই এবারের হামলার জন্যও হুথিদের দায়ী করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।