গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাত দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।
উদ্বোধন অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নং ওয়ার্ড সভাপতি মুফতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ জাহিদ হোসেন শিমুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরিদী।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, মাও: হাফিজুর রহমান, সেক্রেটারী মোঃ বাদশা খান, মাও: ইকবাল মাহমুদ, মোঃ সোয়াইবুর রহমান, মোঃ নুরুন্নবী, মোঃ আমিনুর ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলমগীর হোসাইন, নাসির মল্লিক, শ্রমিক আন্দোলন আন্দোলন খালিশপুর থানা সভাপতি মোঃ হারুনুর রশিদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আল মামুন, আবুল কালাম আজাদ, আলী আজিম, যুব আন্দোলন সভাপতি মুফতি বাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সহ সভাপতি মোঃ রহমাতুল্লাহ, সেক্রেটারী মোঃ আব্দুর রশিদ, ও ইসলামী ছাত্র আন্দোলন সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রব, মোঃ অয়ন নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে নেতৃবৃন্দ আগামী ১২ ই সেপ্টেম্বর খুলনার নিউ মার্কেট বাইতুন নূর মসজিদের সামনে শায়েখে চরমোনাইয়ের গণসমাবেশে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।