
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ছাত্র শিবির ও ছাত্র জনতার ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আমিনুদ্দিন আশিক, সেক্রেটারি জোবায়ের হোসেন, জাহিদুল ইসলাম, ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম হোসেন, মোঃ হোসাইন, রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।


