সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউএনওসহ খুলনায় নতুন ২৭জন করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

ইউএনওসহ খুলনায় নতুন ২৭জন করোনায় আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে গতকাল খুলনা জেলায় ১৪ জন এবং মহানগরীতে ১৩জনের করোনাভাইরাস(কোভিড-১৯) সনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল ২৮২টি নমুনা পরীক্ষা শেষে এ তথ্য দেয়া হয়েছে। খুলনার সিভিল সার্জনের দপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী গতকাল খুলনা ল্যাবে মোট ৩৭জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরীসহ জেলার ২৯জন থাকলেও দু’জনের পুন:সনাক্ত হয়েছে। যারা খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী আট জনের মধ্যে যশোরে চারজন, সাতক্ষীরার একজন, বাগেরহাটের দু’জন এবং নড়াইলের একজন রয়েছেন।
গতকাল সনাক্ত হওয়াদের মধ্যে নগরীর বাসিন্দারা হলেন, মিস্ত্রিপাড়ার শেখ মো: শহিদুল আলম(৪৫), আভা সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অবস্থানরত মো: আবু রায়হান(২৩), বাগমারা মেইন রোডের মনোয়ারা(৪৫), ফারাজীপাড়ার মো: আমজাদ হোসাইন(৬৫), ছোট বয়রার ডা: মো: নূরুল হুদা(৩৩), শেখপাড়ার এসএম সাইদুর রহমান(৫১), খালিশপুরের এম শহিদুল ইসলাম(৪৬), রনজিত মন্ডল(৫০) ও সোহেল মল্লিক(২৮), বকশীপাড়ার শারমিন আব্বাস কনা(২৭), আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সুজন সমাদ্দার ও মামুন মুন্সী, টুটপাড়ার লালু আকতার(৬৫) এবং জেলার আক্রান্তদের মধ্যে রয়েছেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা(৩৫), ফুলতলার বীরেরডাঙ্গার বাসিন্দা মো: আসাদুজ্জামান(৫৩), তেরখাদার চরকুশুলার ফরিদুর রহমান(৪২) ও জোবায়ের হোসাইন, দিঘলিয়ার বারাকপুরের মো: মইন শেখ(৪০), সেনহাটির অহিদুল ইসলাম(৬০), রূপসার দেয়ারার বেল্লাল তালুকদার(৩৮), পাইকগাছার বাতিখালির সেলিম নেওয়াজ(৪২) ও কপিলমুনির প্রসেনজিত মন্ডল(২৫) দাকোপের আমতলার হিমাদ্রি মন্ডল(৩০), বাজুয়ার তুহিন মির্জা(৪৬) ও সুরাইয়া খাতুন(১১)।
উপসর্গে আরও একজনের মৃত্যু ঃ এদিকে, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন (৭০) নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক এসআইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের ফ্লু কর্ণারের মুখপাত্র ডাঃ মিজানুর রহমান বলেন, জ্বর ও শাসকষ্ট নিয়ে রোববার বেলা ৩টার ৪০ মিনিটের দিকে আবুল হোসেনকে হাসপাতালের সাসপেকটেড আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
আবুল হোসেন মহানগরীর খালিশপুর হাউজিংয়ের মৃত হাতেম শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এসআই আবুল হোসেন সর্বশেষ খুলনা ডিআইজি অফিসে কর্মরত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।