সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আ. লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন | চ্যানেল খুলনা

আ. লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চ্যানেল খুলনা ডেস্কঃমাগুরার শ্রীপুর উপজেলায় মো. জিয়ারুল শেখ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তার পরিবার। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালদহ বাজারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।জিয়ারুল শেখ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জিয়ারুল শেখের ছেলে শামীম জানান, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে উজ্জল মোল্যার সঙ্গে আমার বাবা মো. জিয়ারুল শেখের বিরোধ রয়েছে। এরই জেরে বিভিন্ন জেলায় উজ্জল মোল্যা অবৈধ কাজের সঙ্গে জড়িত লোক দিয়ে আমার বাবার নামে নানা ধরনের মিথ্যা মামলা করেছেন।

শামীম অভিযোগ করেন, আমার বাবার বিরুদ্ধে মাগুরা জেলায় মারামারি, চুয়াডাঙ্গা জেলায় অপহরণ চেষ্টা, ঢাকার সূত্রাপুর থানায় ধর্ষণের মিথ্যা মামলা করেও তারা ক্ষান্ত হয়নি। ওই সকল মামলায় আমার বাবাকে আটক করতে না পেরে, উজ্জল মোল্যার নির্দেশে তার এলাকার মাওলানা আবু সাঈদের ছেলে শাহী হোসেন (ডাবলু) বাদী হয়ে আমার বাবার বিরুদ্ধে তার মেয়েকে গণধর্ষণের মিথ্যা মামলা করেন। এজন্য গত ৭ ফেব্রুয়ারি রাজবাড়ির কালুখালী থানায় নিজের মেয়েকে দিয়ে তিনি ওই মিথ্যা গণধর্ষণের মামলা করেন। সেই মামলায় আমার বাবা বর্তমানে রাজবাড়ি জেলা কারাগারে বন্দি রয়েছেন। যেটা সম্পূর্ণ মিথ্যা ও আমার পরিবারকে হয়রানি করা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, আমি ও আমার পরিবারের সকল সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তারা। কাজেই আমার পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে আমার বাবার মুক্তি কামনাসহ সংশ্লিষ্টদের কাছে আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি।

সাংবাদিক সম্মেলনকালে জিয়ারুল শেখের মা ভানু বিবি, স্ত্রী কমেলা বেগম, ছেলে শামীম শেখ, মেয়ে রুমা খাতুন ও বোন রূপবান বেগমসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।