‘আমরা বন্ধু’ ইয়ুথ ফাউন্ডেশন আশাশুনি উপজেলা টিমের উদ্যোগে ১০ম বর্ষপূর্তি উযাপিত হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) বিকালে বারসিকের অফিস হলরুমে কেটকাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বারসিকের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ, আমরা বন্ধু সদস্য ও বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, সাস এসিসিই এফএস প্রকল্পের সমন্বয়কারী ওবায়দুল হক, আইডিয়াল ম্যানেজার সুব্রত বাছাড়, আমরা বন্ধু সদস্য আহসানউল্লাহ, আমরা বন্ধু সদস্য তাপস, মাওলানা মনিরুল ইসলাম, বারসিকের শাখা হিসাব রক্ষক হরিচাঁদ দাশ, শিউলি রানী, গোপাল সরকার, ফাতিমা আক্তার, আলী হোসেন প্রমুখ।
উল্লেখ, ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে জেলা জুড়ে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছে আমরা বন্ধু।