সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই | চ্যানেল খুলনা

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

করোনার নতুন উপধরনের সংক্রমণে দেশে ফের বাড়ছে ভাইরাসটির প্রকোপ। এ ঊর্ধ্বমুখী ধারায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত ৬ জনসহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৫০৬ অপরিবর্তিত রয়েছে। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ।

চট্টগ্রামে আক্রান্তের হার ৭ শতাংশ : এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ৭ দশমিক ৪১ শতাংশ হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে তিনি জানান। গত ৪ জুন থেকে এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তে সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরনের ল্যাবে ২ জন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

খুলনায় করোনা আক্রান্তে ৪ জনের মধ্যে ৩ জন বয়রা এলাকার

করোনায় আরো ২ জনসহ মোট মৃত্যু ২৯ হাজার ৫০২ জন

কারা পরিমিত পরিমাণে মাংস খাবেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।