সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আমি দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত, স্টোকসের বার্তা | চ্যানেল খুলনা

আমি দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত, স্টোকসের বার্তা

ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১ ওভার।

টানা চার টেস্টে ব্যাটিংয়ের সঙ্গে পুরো দমে বোলিং—যেকোনো পেসারের জন্যই কঠিন। তবে স্টোকস সে কাজটি করেছেন দারুণভাবে। চতুর্থ টেস্টে ক্র্যাম্পও করেছিল। ওভালে শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল। তবে স্টোকস জানিয়েছেন, শারীরিক যন্ত্রণা সত্ত্বেও বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। বললেন, ‘ব্যথা শুধু একটি অনুভূতি’।

ওল্ড ট্রাফোর্ডে ভারতকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে ব্যর্থ হলে ম্যাচ ড্র হয়। সেই ম্যাচে ইংলিশ অধিনায়ক স্টোকস বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন। প্রথম ইনিংসে ৮ বছর পর পেয়েছিলেন পাঁচ উইকেট। ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরি। বিশ্রাম নয়, লড়াকু স্টোকস খেলতে চান শেষ টেস্টেও। ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা পুরোপুরি কাজের চাপের ব্যাপার। আমরা অনেক ওভার বল করেছি, এসব শরীরের ওপর এসে পড়ে। আমি চেষ্টা চালিয়ে যাব (ওভাল টেস্ট খেলতে)। সব বোলারদের বলি—ব্যথা একটা অনুভূতিমাত্র। আমি সব সময় দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত।’

স্টোকস জানান, তার বাইসেপ টেন্ডনে ব্যথা পেয়েছেন, যা ৪টি টেস্টে ১৪০ ওভার বল করার পরিণতি। তাঁর ক্যারিয়ারে কোনো এক সিরিজে এটাই সর্বোচ্চ ওভার বোলিং করার রেকর্ড। সিরিজে ব্যাট হাতে ৩০৪ রান ও সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন স্টোকস।

স্টোকস আশাবাদী শেষ টেস্ট খেলার ব্যাপারে, ‘আশা করি শেষ ম্যাচের জন্য ঠিকঠাক থাকব। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। গত ৫-৬ সপ্তাহ অনেক চাপের ছিল। সব সময় নিজের সবটুকু দিতে চাই। আমি ভবিষ্যদ্বাণী করে কথায় কথা খেতে চাই না, তবে আমার না খেলার সম্ভাবনা খুবই কম।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আমি দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত, স্টোকসের বার্তা

এশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ…

ইংলিশ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

২৫ কোটি টাকার ব্যাটমোবাইল গাড়ি কিনেও বিপাকে নেইমার

বাদ তামিম-তাসকিন, সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।