সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আবারও অস্কারের মঞ্চে ‘আরআরআর’ সিনেমা | চ্যানেল খুলনা

আবারও অস্কারের মঞ্চে ‘আরআরআর’ সিনেমা

অস্কারখ্যাত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে ভারতীয় তেলেগু সিনেমা ‘আরআরআর’ তার গান ‘নাটু নাটু’-এর জন্য সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল। চলতি বছর আবারও আলোচনায় এল এসএস রাজামৌলি পরিচালিত এই সিনেমা।

তবে এবার গানের বদলে স্টান্ট দৃশ্যের কারণে।

সম্প্রতি অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ঘোষণা করেছে, ২০২৮ সাল থেকে অস্কারে একটি নতুন বিভাগ হিসেবে ‘সেরা স্টান্ট ডিজাইন’-এর জন্য পুরস্কার প্রদান শুরু হবে। ২০২৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বাছাই করে দেওয়া হবে এই পুরস্কার। এ উপলক্ষে অ্যাকাডেমির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি আইকনিক স্টান্ট দৃশ্য শেয়ার করা হয়। যার একটি ছিল ‘আরআরআর’-এর দৃশ্য।

এই স্বীকৃতিতে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। তিনি অ্যাকাডেমির পোস্ট শেয়ার করে লেখেন, ‘অবশেষে এক শতাব্দীর অপেক্ষার অবসান। স্টান্ট ডিজাইন বিভাগ চালুর ঘোষণা জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য ডেভিড লিচ, ক্রিস ও’হারা, অ্যাকাডেমির সিইও বিল ক্রামার, প্রেসিডেন্ট জানেট ইয়াংসহ স্টান্ট কমিউনিটির সবাইকে ধন্যবাদ। আর ‘আরআরআর’-এর একটি দৃশ্য এই ঘোষণায় ব্যবহৃত হওয়ায় আমি সত্যিই রোমাঞ্চিত।’

উল্লেখ্য, ‘আরআরআর’-এর নাটু নাটু গানটি ২০২৩ সালের অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয়, যা ছিল ভারতীয় সিনেমার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নতুন বিভাগ ঘোষণায় সিনেমাটির স্টান্ট দৃশ্য ব্যবহারে আবারও বিশ্বমঞ্চে ভারতের চলচ্চিত্রশিল্পের জয়গান ধ্বনিত হলো।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।