সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা | চ্যানেল খুলনা

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ১৭ রানে হারিয়েছে খুলনা। তাদের করা ১৮৬ রানের জবাবে ১৬৯ রানে থামে রাজধানী পাড়ার দলটির ইনিংস। এ নিয়ে টানা ৪ জয়ের দেখা পেল মোহাম্মদ মিঠুনের দল।

সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে হারিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকটে স্টেডিয়ামে দলটির বড় পুঁজির পেছনে সবচেয়ে বড় অবদান আফিফ হোসেন ধ্রুব ও মিঠুনের। ফিফটি না পেলেও কার্যকরী ইনিংস খেলেন এই দুজন। এরপর বল হাতে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন জিয়াউর রহমান।

২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন আফিফ। ৪ চারের পাশাপাশি ৩ ছয় মারেন এই বাঁ হাতি ব্যাটার। ২৮ বলে ২ চার ও ৪ ছয়ের সাহায্যে ৪১ রান এনে দেন মিঠুন। ২৮ বলে ৩৪ রান করেন ইমরানুজ্জামান। ১৯ বল খেলা সৌম্য সরকারের অবদান ২৪ রান। ঢাকার বোলারদের মধ্যে ৪ উইকেট নেন তাইবুর রহমান। ৪ ওভারে তার খরচ ৪২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার শুরুটা ছিল উড়ন্ত। ৪.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করে তারা। আশিকুর রহমান শিবলি ১৭ বলে ২৩ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে। শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঢাকার ব্যাটাররা। তাই টানা ৩ জয়ের পর হারের মুখ দেখতে হলো তাদের। ৩৬ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলে আশা জাগিয়েছিলেন সুমন খান। কিন্তু এই পেসার ব্যক্তিগত ২১ রানে জিয়ার শিকার হলে ঢাকার সব আশা শেষ হয়। বিদায় নেওয়ার আগে ৯ বলে ৩ চারের পাশাপাশি একটি ছয় মারেন সুমন। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে জিয়ার শিকার ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

নিউজার্সিকে উড়িয়ে দিল সাকিবের আটলান্টা

জ্যোতিদের জয়ের পথ সহজ করে দিলেন মারুফা-নাহিদা-স্বর্নারা

সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।