সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে খুবিতে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে খুবিতে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের আয়োজনে আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় সচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এপিএর টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
তিনি বলেন, তথ্য প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ে তথ্য সেবা প্রদান আমাদের অন্যতম দায়িত্ব। তবে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় কোনো ক্ষতি বা ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে। তথ্য অধিকার আইনের সংশ্লিষ্ট ধারা প্রতিপালন করেই এসব ক্ষেত্রে তথ্য দিতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতরণের লক্ষ্যে কাজ চলছে। কেননা উন্নত দেশ গড়ার নেপথ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও এপিএর তথ্য অধিকার বিষয়ক ফোকালপয়েন্ট এস এম আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক ও এপিএর ইনোভেশন বিষয়ক ফোকালপয়েন্ট প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট, উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। সভা সঞ্চালনা করেন এপিএর সদস্য উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন।
সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান, প্রতিনিধি, এপিএর বিভিন্ন কমিটির ফোকালপয়েন্ট, বিকল্প ফোকালপয়েন্ট ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় জামায়াতের যুব বিভাগের ৪৬ দলীয় ক্রিকেট টর্ণামেন্টের উদ্বোধন

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।