সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আদালতের মালখানায় দুঃসাহসিক চুরি, আটক ৪ | চ্যানেল খুলনা

আদালতের মালখানায় দুঃসাহসিক চুরি, আটক ৪

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনা ঘটেছে। এতে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক ও অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সিআইডি ও ডিবিসহ জেলা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে কোনো সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার নেয়। শুক্রবার ছুটির দিন থাকায় বেলা সাড়ে ১১টার দিকে আদালতে কর্মরত পুলিশ সদস্যরা মালখানার পেছনে এলে জানালার গ্রিল কাটা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত রোজার মাঝামাঝি সময়ে গভীর রাতে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রাইভেটকারে রাজশাহীর বাসায় নিয়ে যাওয়ার সময় উদ্ধার ৩৭ লাখ টাকাসহ ১০ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, ইতোমধ্যেই সিআইডি পিবিআই পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কী চুরি হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য জব্দ তালিকার সঙ্গে মালখানায় থাকা অবশিষ্ট মালামাল যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত চুরি হওয়া মালামালের সঠিক হিসাব বলা যাচ্ছে না।

এদিকে ৪ জনকে আটকের তথ্য নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে আটকদের পরিচয় আপাতত তিনি প্রকাশ করতে রাজি হননি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

পতাকা বৈঠক শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

চিকিৎসককে মারধরের অভিযোগ: স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক রনির বিরুদ্ধে মামলা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।