সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা: অপু | চ্যানেল খুলনা

আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা: অপু

পাঁচ বছর আগে মাকে হারিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মা ছিলেন তার আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না- তার মা বেঁচে নেই। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন অপু। তাই এই মাসটি তার কাছে আনন্দের হলেও মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে বেদনাদায়কও হয়ে যায়।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর মা শেফালী বিশ্বাস। শোকাবহ দিনটিতে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অপু।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‌‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

স্ট্রোক করেছিলেন অপুর মা শেফালী বিশ্বাস। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন, শেফালী বিশ্বাসের ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। পরিবারের সঙ্গে অপুর শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

সিয়াম-চঞ্চলকে সঙ্গে নিয়ে রাফী বললেন, ‘ঘটনা ঘটিয়ে ফেলেছি’

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস, প্রকাশিত হবে শিল্পীর জন্মদিনে

জন্মদিনে ‘কিং’-এর ঝলক দেখালেন শাহরুখ খান

অনন্য মামুনের ফেসবুক পোস্ট, তামান্না ভাটিয়া নিয়ে নতুন সিনেমার জল্পনা

রুদ্ধশ্বাস ‘দম’-এ নিজের পুনর্জন্ম দেখছেন পূজা চেরি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।