সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু | চ্যানেল খুলনা

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

পাঁচ মাস ১০ দিনের মাথায় অবশেষে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এমনটি জানিয়েছেন।

জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) নিয়োগ পেয়ে পরদিন শুক্রবার যোগ দিয়ে কাজ শুরু করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।

গত শুক্রবার বিকেলে তিনি কুয়েটে এসে সবকিছু ঘুরে দেখে সন্ধ্যায় দায়িত্ব নিয়ে মূলত গতকাল শনিবার থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। তবে অফিশিয়াল কার্যক্রম শুরু করেন আজ থেকে।

জানতে চাইলে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় মিটিং করেছেন নবনিযুক্ত ভিসি।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন তিনি।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় মিটিং শেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, মঙ্গলবার থেকে কুয়েটের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। ওই দিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে অনেক

শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়।

এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাঁদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। এর আগে ৪ মে থেকে শিক্ষকেরা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দ্বারা কিছু শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে। এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন ছুটির দিনেই তিনি দায়িত্বভার নেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন বিষয়ক কমিটির সাথে নবাগত উপাচার্যের মতবিনিময়

গল্লামারীতে সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি’র জনগণের দল, জনগণকে সঙ্গে নিয়েই ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত : এড. মনা

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।