
খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয় আজ যে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে, তার পেছনে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। অগ্রজদের মতো কর্মজীবনে সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে- এই প্রত্যাশা রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান।
তিনি বলেন, নির্ধারিত সময়ে শিক্ষাক্রম সম্পন্ন করতে পারা খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য, যার কৃতিত্ব শিক্ষার্থীদের। আজ যারা এখান থেকে শিক্ষা সমাপন করছে, তারাই আগামী দিনে বিশ্ব দরবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের মান ও পরিচিতি আরও উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি তারা দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠন ও সমাজ উন্নয়নে আত্মনিয়োগ করবে বলে আমি আশাবাদী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তারা ’২১ ব্যাচের শিক্ষাকোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
আয়োজক কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী শরিফ নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া জামান আরশী ও সীমান্ত সাহা রাতুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এদিকে শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও সমাপনী দিন আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি কনসার্ট সফলভাবে আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত বর্মন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহমেদ, এনএসআই খুলনার সহকারী পরিচালক এ কে এম শাহীন ইকবাল, ডিবির পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মোঃ ইমাম, ডিজিএফআই’র সার্জেন্ট মোঃ তৈয়ব আলীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।


