সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি | চ্যানেল খুলনা

৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত, দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি

বাগরেহাট-বরিশালসহ ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির পূর্বে আহবানকৃত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। যার প্রতি সংহতি ও একাত্মতা ঘোষণা করে খুলনা মোটর বাস মালিক সমিতি।

খুলনা মোটর বাস মালিক সমিতি জানায়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন কারনে বর্তমানে পরিবহন ব্যবসা হুমকির মধ্যে। জাতীয় এবং স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ এবং সৃষ্ট সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বা সরকার উদাসীন রয়েছে।

এমতাবস্থায় গত ২৫ আগস্ট-০২৫ তারিখে বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে বরিশালসহ ৫ টি জেলার ৭ টি বাস মালিক সমিতির সমন্বেয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ, মহা সড়ক, আঞ্চলিক সড়কে সরকার কর্তৃক ঘোষিত ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন, চলাচল বন্ধ, দুরপাল্লা পরিবহনে উপজেলায় মাত্র একটি কাউন্টার রেখে অন্যগুলো অপসারন এর দাবি জানানো হয়। সে মোতাবেক জেলা প্রশাসনের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। সর্বপরি গত ১৫ সেপ্টেম্বর-০২৫ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি সমূহ বাস্তবায়ন ও মেনে নেওয়ার জন্য আজ ৫ অক্টোবর (রোববার) পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়।

অন্যথায় ৬ অক্টোবর (সোমবার) থেকে ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির আহবানে অনির্দিষ্ট কালের জন্য সকল গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে আজ ৫ অক্টোবর (রোববার) সংশ্লিষ্ট জেলার প্রশাসক এবং কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ১৫ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দাবিসমূহ না মানা হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পেশাগত মর্যাদা ও অধিকার আদায় করে দেবো, ঐক্যবদ্ধ থাকুন

কুয়েটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্লোরিয়াস আইটি’র ১১ বছর পূর্তি উদযাপন

জলবায়ু প্রস্তুতি জোরদারে খুলনায় আঞ্চলিক ‘ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম’ অনুষ্ঠিত

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।