সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ | চ্যানেল খুলনা

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

৩৬ জুলাই ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমে কাংখিত পরিবর্তন আসেনি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেছেন, ফ্যাসিবাদের দোসররা পুনরায় মিডিয়া হাউজগুলোতে আধিপত্য কায়েম করেছে। সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক নানা ঘটনা প্রমাণ করে মিডিয়া নিয়ে দলদাস গোষ্ঠীর চক্রান্ত শেষ হয়নি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ধরে রাখতে এবং এর সুফল পৌঁছে দিতে খুলনার সাংবাদিক সমাজ অতীতের মতো রাজপথের তীব্রতর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালা কানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পূনর্বহালসহ ২১ দফা দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম ও এম এ জলিল, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক খুলনা গেজেটের মো. আনিস উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মো. মনিরুজ্জামান মোড়ল, নিউজ পোর্টাল স্বাধীন প্রতিদিন প্রকাশক ও সম্পাদক আজাদুল হক আজাদ, জাগো খুলনার নির্বাহী সম্পাদক জি এম রাসেল, দৈনিক গ্রামের কাগজ এর ব্যুরো প্রধান রাজু আহমেদ, দৈনিক খুলনার সহকারী সম্পাদক মো. মোজাহিদুর রহমান, এশিয়ান টেলিভিশনের সাইফুল্লাহ তারেক, জুলাই আন্দোলনের সংগঠক মিনান মুসফিক, মানবাধিকার কর্মীর শেখ ফারুক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য দৈনিক অনিবার্ণের স ম গোলাম মোস্তফা, নূরুল ইমাম হোসেন মিঠুু, খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, একুশে টিভির খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, দৈনিক আমার দেশ এর কামরুল হোসেন মনি ও ফটো সাংবাদিক সেলিম গাজী, আতাহার হোসেন জোয়ার্দার, এম এ আজিম, গাজী মাকুল উদ্দিন, ডিবেট সদস্য জামাল উদ্দিন, রায়হান, মো. রাহমাতুল্লাহ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।