সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সড়ক বিভাজকের গাছ কাটায় পরিবেশ সংগঠক ও নাগরিক নেতাদের উদ্বেগ | চ্যানেল খুলনা

সড়ক বিভাজকের গাছ কাটায় পরিবেশ সংগঠক ও নাগরিক নেতাদের উদ্বেগ

সোনাডাঙ্গা বাইপাস সড়কের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের জন্য পুরাতন গাছ কাটা হয়েছে। এলাকা পরিদর্শন শেষে খুলনার পরিবেশ সংগঠক ও নাগরিক প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর ) খুলনার পরিবেশ সংগঠক ও নাগরিক প্রতিনিধিদের একটি দল সোনাডাঙ্গা বাইপাস সড়কের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনের জন্য যে এলাকার গাছ কেটে ফেলা হয়েছে সেই এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দল নতুন রাস্তার মোড় থেকে বিজিবি এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিভাইডারের দৃষ্টিনন্দন পুরাতন গাছ কেটে নতুন গাছ লাগানো সম্পূর্ণ অর্থ অপচয় ছাড়া আর কিছু না। প্রতিনিধিরা আরো বলেন, যে এলাকায় এখনো গাছ কাটা হয়নি, সেই এলাকার বিদ্যমান গাছ যথেষ্ট সৌন্দর্যবর্ধন করছে। তারা এই গাছগুলোকে রেখেই সৌন্দর্যবর্ধনের কার্য পরিচালনার দাবি জানান।

উপস্থিত প্রতিনিধিরা গাছ কেটে শহরের সৌন্দর্যবর্ধন পরিবেশ বিধ্বংসী একটি কার্যক্রম বলে উল্লেখ করে বলেন, জরুরীভাবে গাছ কেটে ফেলা সড়ক বিভাজকে পুনরায় গাছ লাগানো এবং বাকি ডিভাইডারের বিদ্যমান গাছ অক্ষত রেখে সৌন্দর্যবর্ধনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

প্রতিনিধি দলের যারা বিবৃতি প্রদান করেছেন তারা হলেন, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, নাগরিক নেতা নাজমুল আযম ডেভিড, আইনজীবী জাহাঙ্গীর সিদ্দিকী, সাংবাদিক দীপঙ্কর রায়, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমন মুকুল, পরিবেশ সংগঠক খালিদ পাশা জয়, নারী সংগঠক মেরিনা যুথী, সাংবাদিক খলিলুর রহমান সুমন প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তথ্যের প্রবেশাধিকার ও নীতি বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

দিঘলিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন

তরুণদের শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ জাগাতে গবেষণার প্রয়োজন : উপ-উপাচার্য

কুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।