সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না | চ্যানেল খুলনা

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

বিয়েকে সামনে রেখে হবু বউ নানা পরিকল্পনা করেন। বিয়ের দিন যেন সবচেয়ে আকর্ষণীয় লাগে সে চিন্তা থাকে বেশ আগে থেকে। পোশাক-গহনা ও বিভিন্ন জিনিস কেনার মতোই আগে থেকে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। নয়তো বিয়ের দিন মেকআপ ত্বকে ভালোভাবে বসবে না। দেখতে বেশ প্রাণহীন লাগবে। আবার মাথায় রাখতে হবে ত্বকের যত্ন নিতে গিয়ে এমন কিছু ভুল করা যাবে না, যার কারণে ত্বকের বারোটা বাজে।

বিয়ের আগে ত্বকের যত্নে যেসব ভুল করা উচিত হবে না

নতুন পণ্য ব্যবহার: বিয়ের আগে একদম নতুন ধরনের পণ্য, যা আগে ব্যবহার করেননি, সেটা ভুলেও ব্যবহার করবেন না। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কোনো ক্রিম ব্যবহার না করাই ভালো। কারণ আদৌ এ ক্রিম কাজ করবে কিনা বা আপনার ত্বকে স্যুট করবে কিনা তা আপনি জানেন না।

বিয়ের আগের দিন ফেসিয়াল: কাল বিয়ে, আর আজ ফেসিয়াল করার কথা ভাবছেন। এমন হলে ফেসিয়াল না করানোই ভালো। ফেসিয়াল করালে অনেক সময় প্রদাহ হতে পারে, চুলকানি বা অন্য সমস্যা যেমন র্যা শ ইত্যাদি বের হতে পারে। তাই বিয়ের অন্তত এক, দুই সপ্তাহ আগে ফেসিয়াল করানো উচিত।

কম ঘুম: বিয়ের আগে যতই কাজ-চাপ-চিন্তা-টেনশন থাকুক না কেন, কম ঘুমানো যাবে না। চেষ্টা করুন ৭-৮ ঘণ্টা ঘুমাতে। নয়তো ক্লান্তির ছাপ ত্বকের ওপর পড়বে।

সানস্ক্রিন: অনেকেই ভাবেন ঘরে থাকলে সানস্ক্রিনের প্রয়োজন নেই। এটি ঠিক নয়। ঘরে থাকলেও নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। ছবি তোলা, রান্নার ধোঁয়া, বিভিন্ন লাইটের প্রভাবে ত্বক কালচে হতে পারে।

কম পানি পান : কম পানি পান করলে ত্বক নির্জীব হয়ে যায়। সেই নির্জীবতা মেকআপ করেও ঢাকা যাবে না। তাই চা, কফি, অন্যান্য পানীয়ের পরিবর্তে বেশি পরিমাণে পানি পান করুন।

ব্রণ নিয়ে খোটাখুঁটি: বিয়ের আগে ত্বকে ব্রণ হলে তা নিয়ে খোটাখুঁটি করবেন না। ত্বকে একবার দাগ পড়লে তা সহজে মিলিয়ে যায় না। মেকআপেও সবসময় সেটা ঢাকা যায় না।

অনলাইন ভিডিও দেখে রূপচর্চা: অনলাইনে বিভিন্ন ধরনের রিলস দেখে, ভিডিও দেখে রূপচর্চা না করাই ভালো। বিশেষ করে বিয়ের ২-৩ দিন আগে টুথপেস্ট, বেকিং সোডা, হলুদ, ইত্যাদি দিয়ে রূপচর্চা করবেন না। এতে ক্ষতি হতে পারে।

ঠোঁটের সঠিক যত্ন না নেওয়া: বিয়ের বেশ আগে থেকেই ঠোঁটের যত্ন নিন। নয়তো ফাঁটা, রুক্ষ ঠোঁট দেখতে বেমানান লাগবে। তাই ঠোঁট স্ক্রাবিং করুন, লিপ বাম লাগান।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়?

অফিস সিনড্রোম কাটাবেন কীভাবে

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

কারা পরিমিত পরিমাণে মাংস খাবেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।