সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সমুদ্রসৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

সমুদ্রসৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

কক্সবাজার সমুদ্রসৈকতে গোলাম রব্বানী নামের খুলনা সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সৈকতের সুগন্ধা ও সী গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে ।

পরে নিহত গোলাম রব্বানীর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে।

গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর।

ওসি ইলিয়াস খান জানান, হঠাৎ মোটরসাইকেল আরোহী এসে এই ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশে দিয়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ গোলাম রাব্বানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক সালাম বলেন, “সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে হঠাৎ একটি বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিকবিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে তা শনাক্ত করা যায়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ফুল হাতে নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি

ডুমুরিয়ায় মোটর সাইকেলে ধক্কায় মৎস্য চাষির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।