সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্তানকে খুঁজে দেয়ার নামে সংঘবদ্ধ ধর্ষণ, আসামী সোর্স খ্যাত সাংবাদিক সোহাগ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সন্তানকে খুঁজে দেয়ার নামে সংঘবদ্ধ ধর্ষণ, আসামী সোর্স খ্যাত সাংবাদিক সোহাগ গ্রেপ্তার

নিখোঁজ শিশু সন্তানকে খুঁজে দেয়ার নামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ি এলাকা থেকে সিআইডির একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম- মো. সোহাগ দেওয়ান (৩৭)। আসামি দেওয়ানের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায়। ওই নারীর বাড়িও একই এলাকায়।

এ সম্পর্কে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষন ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আসামীর সম্ভাব্য লুকিয়ে থাকার সকল স্থানে অভিযান চালানো হয়। পরে সিআইডির একটি চৌকস দল আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করে। মামলা হলেও আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন।
সিআইডি সূত্র জানায়, ওই নারীর সন্তানের জন্মের দুই মাসের মধ্যেই তার স্বামী সন্তানকে নিয়ে পালিয়ে যায়। সন্তানকে ফিরে পেতে ওই নারীএকটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। প্রকাশিত বিজ্ঞাপন থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন দেওয়ান। নিজেকে ক্ষমতাবান আর উচ্চ পর্যায়ে ভালো লিংক আছে বলে নিখোঁজ শিশুটিকে খুঁজে দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় দেওয়ান। পরে সন্তানকে না পেয়ে টাকা ফেরত চাইলে আসামি তার সোনাডাঙ্গার বাড়িতে ডেকে নিয়ে সরবতের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ওই নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে দেওয়ান ও তার সঙ্গীরা। পরে এই ভিডিও দেখিয়ে আসামীরা ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে ওই নারী খুলনা থেকে ঢাকায় পালান। ঢাকাতেও দেওয়ান ও তার সঙ্গিদের কাছে ধর্ষিত হন ওই নারী। এই ঘটনায় রাজধানীর মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এ একটি মামলা করেন ওই নারী। বিষয়টি সিআইডির নজরে আসলে, সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
এই ঘটনায় ঢাকার মুগদা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/১০/৩০ ধারায় মামলা করেছিলেন ভুক্তভোগী নারী।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার

খুলনায় গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী গ্রেপ্তার : পিস্তলের কার্তুজ ও নগদ অর্থ উদ্ধার

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।