সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সচিবের ঘোষণার ১০ দিনেও করোনা টেস্টের ফি ৩০০ হয়নি | চ্যানেল খুলনা

সচিবের ঘোষণার ১০ দিনেও করোনা টেস্টের ফি ৩০০ হয়নি

বিদেশগামীদের করোনা টেস্টের ফি দেড় হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ১০ দিন আগে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান যে ঘোষণা দিয়েছেন, তা এখনো বাস্তবায়ন হয়নি।

৩০০ টাকার ফি কবে বাস্তবায়ন হবে তা-ও বলতে পারছে না চট্টগ্রাম সিভিল সার্জন অফিস।

সচিব ঘোষণা দিলেও মূলত অফিসিয়ালি কাগজপত্র না পাওয়ায় ৩০০ টাকায় ফি নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে পারছেন না তারা।
গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের ফি দেড় হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।

সচিবের এ ঘোষণার ১০ দিন পার হতে চললেও তা বাস্তবায়ন হয়নি। রোববার (২৭ ডিসেম্বর) বিদেশযাত্রীদের কাছ থেকে করোনা টেস্টের ফি দেড় হাজার টাকা নেওয়া হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে ৯০০ জন বিদেশগামী যাত্রী নমুনা দেন। তারা আগের দিন দেড় হাজার টাকা ফি দিয়ে সিভিল সার্জন অফিসে রেজিস্ট্রেশন করেছেন।

লোহাগাড়া থেকে নমুনা দিতে আসা বিদেশগামী যাত্রী মো. আবদুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, দেশের রেমিট্যান্স ঠিক রেখেছি আমরা। অথচ আমাদের প্রতি পদে পদে অবহেলা করা হচ্ছে। প্রায় এক হাজার যাত্রীর জন্য একটি বুথ, তা-ও আবার নমুনা নেওয়া হচ্ছে খোলা মাঠে। সকাল সাড়ে ৭টায় ফরম জমা দিয়েও দুপুর ১২টায় নমুনা দিতে পেরেছি।

তিনি বলেন, গতকাল রেজিস্ট্রশন করেছি দেড় হাজার টাকা দিয়ে। এর সঙ্গে আরও ১৫ টাকা দিতে হয়েছে। স্বাস্থ্য সচিবের ৩০০ টাকার ঘোষণা-তো এখনও বাস্তবায়ন হয়নি। কবে বাস্তবায়ন হবে জানতে চাইলে দায়িত্বরতরা কেউ সদুত্তর দিতে পারেননি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, দাপ্তরিক কাগজপত্র না পাওয়ায় এখনও বিদেশগামী যাত্রীদের কাছ থেকে দেড় হাজার টাকা করোনা টেস্টের ফি নেওয়া হচ্ছে। কাগজপত্র যেদিন পাবে, সেদিন থেকে ৩০০ টাকা ফি নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’

অস্ত্রোপচারের সময় এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ

এনসিপি নেত্রীর পদত্যাগ, বললেন-‘সততা বিসর্জন দিতে চাই না’

গাইবান্ধায় ঘাঘট নদ থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

সাজা শেষেও জেলে ৬ বছর, বাড়ি ফিরলেন সেই ভারতীয় নাগরিক

ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছে আরাকান আর্মি, তাদের হাতে আটক আছে ১০৪ জেলে: বিজিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।