আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার প্রস্তুতি সভা এবং খালিশপুর থানা ও এর অন্তর্গত ৩টি ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম আকিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সিনিয়র সহ সভাপতি শেখ মাঈনুল হাসান রনি, সহ সভাপতি প্রকৌশলী আল মামুন চৌধুরী,মোঃ বাইতুল ইসলাম, রামিজ রেজা,মোঃ এনামুল বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহ আরাফাত রাহিব, রুবেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,ইসহাক হোসেন ইমু, দপ্তর সম্পাদক মাহফুজুল আলম সুমন,প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, সংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল স্মৃতি, উপ মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার সেতু, খালিশপুর থানা শাখার সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক নূন নিম রশিদ, ১২ নং ওয়ার্ড থাকার সভাপতি নিয়াজ মাহমুদ রাতুল, সাধারণ সম্পাদক তাসকিন চৌধুরী, ১৩ নং ওয়ার্ড ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ রাকিব শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম, ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় শেখ রাসেল দিবসে উপলক্ষে শেখ রাসেল আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট, চিত্রাংকন প্রতিযোগিতা ও এর পুরস্কার বিতরণ,কেক কাটা এবং দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরে খালিশপুর থানা ও এর অন্তর্গত ১২, ১৩ ও ১৫ নং ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিবৃন্দ ও সংগঠনের নগর নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান।