সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শেখ রাসেল দিবসে নগর যুবলীগের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

শেখ রাসেল দিবসে নগর যুবলীগের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার ১৮ অক্টোবর’২২। দিনটি শেখ রাসেল দিবস নামে উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। দিনটিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের শেখ লিয়াকত আলী মিলনায়তনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় নগরীর স্বনামধন্য ২০ টি বিদ্যালয়ের নার্সারী থেকে পঞ্জম শ্রেণীর পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে তিনটি গ্রুপে। এর মধ্যে প্রতিটি গ্রুপে নয় জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার দেওয়া হয়। এসকল শিশুরা শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের ইতিহাসের সবথেকে কলঙ্কময় সময়ের চিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিত্র অঙ্গন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায় ও সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলা শিক্ষক মোঃ নাজমুল ইসলাম গোলদার।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে কেঁক কাঁটা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজিবী সমিতির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা বিপুল মজুমদার, রিপন কবীর, রফির্কু ইসলাম রফিক, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, হাসান শেখ, হারুন উর রশিদ, জামাল শেখ, ইমরুল ইসলাম রিপন, মাসুম উর রশিদ, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, অলক শীল, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, সাকিব হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শরীফুল ইসলাম রিপন, শাহরিয়ার মাাহমুদ রিয়াদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমতিয়াজ হোসেন রিপন, ঝকল বিশ^াষ, সোহান হোসেন শাওন, রফিকুল ইসলাম রফিক, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, এস এম সাঈদুজ্জামান সাঈদ, সৈকত দাস, রাহুল, অমিত বালা, মুরাদ আহমেদ, সাগর মজুমদার, শেখ সুমন প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুর থানার ১০ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা

কেসিসি কর্মকর্তার বিতর্কিত বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই : জিয়াউর রহমান পাপুল

সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

খুলনায় জামায়াতের যুব বিভাগের ৪৬ দলীয় ক্রিকেট টর্ণামেন্টের উদ্বোধন

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।