সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শুটিং সেটে বন্যহাতির আক্রমণের শিকার সজল-বুবলী | চ্যানেল খুলনা

শুটিং সেটে বন্যহাতির আক্রমণের শিকার সজল-বুবলী

নতুন চলচ্চিত্র ‘শাপলা শালুক’–এর শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজল। ভারতের সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী এলাকায় যখন সিনেমার দৃশ্যধারণ চলছিল, তখন হঠাৎ করেই সেখানে হাজির হয় একঝাঁক বন্যহাতি।

বুবলী বলেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’

অভিনেতা সজল বলেন, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

সিনেমার চরিত্র প্রসঙ্গে সজল বলেন, ‘চরিত্রটি খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোম্যান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

এদিকে সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

নির্মাতা লাজুক জানালেন, সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে।

উল্লেখ্য, ‘শাপলা শালুক’–এ সজল ও বুবলীর পাশাপাশি আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চমকে দিল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলার

পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের

মিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা

কার্লোভি ভ্যারি উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘বালুর নগরীতে’

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের নির্মাতা ও শিল্পীদের বিরুদ্ধে আইনি নোটিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।