শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থা খুলনার উদ্যোগে ১৪ ডিসেম্বর মঙ্গলবার স্মরণ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালী খুলনা শহিদ হাদিস পার্ক থেকে শুরু করে ফেরিঘাট মোড় হয়ে ছোট মির্জাপুর এসে শেষ হয়। উক্ত র্যালী উদ্বোধন করেন সরকারি আজম খান কর্মাস কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহম্মেদ।
কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রায়হান এর সভাপতিত্বে স্মরণ সভা ও র্যালীতে বক্তব্য রাখেন এবং র্যালীতে অংশগ্রহণ করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, জেনারেল সেক্রেটারি তাপস কুমার রায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অনুরুদ্ধ কুমার বাহাদুর,শেখ মনজুর হোসেন,মোঃ মনিরুজ্জামান মনির, সুরজিৎ ঢালী,মোঃ ফারুক হোসেন, শেখ ইসলামুল হক সহ অন্যান্য।
আলোচকবৃন্দ বলেন, ১৯৭১ সালে ডিসেম্বরে হারানো বুদ্ধিজীবীরা নিবিড় বুদ্ধিচর্চার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। বুদ্ধিজীবীরা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানীদের ঘৃণাভরে প্রত্যাখান করেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন বলেই আজ আমরা পেয়েছি লাল সবুজ পতাকার অসম্প্রদায়িক, স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র এবং জাতিসত্তার নিজস্ব পরিচিতি।-খবর বিজ্ঞপ্তি