সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে পূর্ব সুন্দরবনে ফাঁদসহ চার হরিণ শিকারি আটক | চ্যানেল খুলনা

শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে পূর্ব সুন্দরবনে ফাঁদসহ চার হরিণ শিকারি আটক

শরণখোলা প্রতিনিধি :: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে চার হাজার ফুট ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুই বোতল কিটনাশক ও দুইটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) ও বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বাহির শুকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় শিকারিরা বনরক্ষীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করতে সক্ষম হয়। পরে তাদের নৌকা তল্লাশী চালিয়ে হরিণ ধরা ফাঁদ ও কীটনাশক উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

অপরদিকে শনিবার বিকেল ৩টায় শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকা থেকে কিটনাশক দিয়ে শিকার করা দুই কেজি চিংড়ি মাছসহ এক জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আঃ হাকিম বাহালীর ছেলে জাহাঙ্গীর (২৫)। আটক জেলেকে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে শরণখোলা ষ্টেশন কর্মকর্তা জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ

সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

ফকিরহাটে বাসচাপায় পথচারী শিশু শ্রমিক নিহত

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি, নাকফুল ও বদনা নেওয়ার অভিযোগ

চিতলমারীতে কন্যা সন্তানকে স্বাগত জানাতে ২ শতাধিক ফলের গাছ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।