সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
লকডাউন ‘আতঙ্কে’ রাজধানী ছাড়ছে মানুষ | চ্যানেল খুলনা

লকডাউন ‘আতঙ্কে’ রাজধানী ছাড়ছে মানুষ

বাংলাদেশ করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ১৪ এপ্রিল থেকে দেওয়া হয়েছে কঠোর লকডাউন। এই ঘোষণার পরই রাজধানী ছাড়তে শুরু করেছে নানা শ্রেণিপেশার মানুষজন। এর আগে কঠোর বিধিনিষেধ জারি হলেও সেটা হালে পাত্তা পায়নি। সে সময় যারা রাজধানী ছাড়েননি, এবার তারা তোড়জোড় করে চলছেন বাড়ির পথে। এর চাপ পড়েছে যানবাহনের ওপর। যানবাহন সংকটে অনেকে বিকল্প ব্যবস্থায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া দিয়েই যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

শনিবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়ায় প্রাইভেটকার মাইক্রোবাসগুলো বিভিন্ন জেলায় অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করছে। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ভৈরব-কিশোরগঞ্জ যাত্রী পরিবহন করছে ওইসব গাড়িগুলো। যেখানে আন্তঃজেলা বাসগুলোর ভাড়া ছিলো ৪০০ থেকে ৫০০ টাকা, সেখানে এসব গাড়ি ১ হাজার টাকা জনপ্রতি ভাড়া নিচ্ছে।

অনেকেই পরিবার পরিজন নিয়ে রাস্তাতেই বসে রয়েছে কাঙ্খিত পরিবহনের অপেক্ষায়। আবার অনেকে ফিরে যাচ্ছেন পরদিন ভোরে সুবিধমত সময়ে রওনা করবেন এই আশায়।

কুমিল্লাগামী মশিউর রহমান বলেন, লকডাউন কঠোর হলে ঈদে বাড়ি যাওয়া নিয়ে সংশয় দেখা দিছে। তাই দুদিন আগেই পরিবারের কাছে ফিরতে চাচ্ছি। কিন্তু বর্তমানে যানবাহনের সংকটে ভোগান্তি হলেও বাধ্য হয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় দেখা যায়, মানুষ নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বাস ও লেগুনাগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে ধাক্কাধাক্কি করে উঠছেন। দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। কিন্তু সেটি মানছে না সাধারণ মানুষ।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ জন ঢামেকে

কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিল পুলিশ

প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।