সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
র‌্যাবের অভিযানে নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন ও দুই সহযোগী গ্রেফতার | চ্যানেল খুলনা

বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান গুলি ও দেশী অস্ত্র জব্দ

র‌্যাবের অভিযানে নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন ও দুই সহযোগী গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃর‌্যাবের অভিযানে নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপন (৩৩) আগ্নেয়াস্ত্র, গুলি, দেশী অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। এ সময় তার দু’জন সহযোগী আব্দুল্লাহ কাওছার (২৪) ও ইকবাল শেখ (২৭) কেও গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ পিএসসি এ তথ্য জানিয়েছেন।
সন্ত্রাসী কনডম রিপনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। সে বার্মাশিল ঘাট মালিক সমিতির সভাপতি বলেও জানা গেছে। অভিযানে স্পেশাল কমান্ডার মেজর এএম আশরাফুল আলম ও এএসপি তোফাজ্জল হোসেন নেতৃত্ব দেন।
প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক আরও জানান, বুধবার দিবাগত গভীর রাতে র‌্যাব-৬’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকা থেকে বনসার বলীর ছেলে কনডম রিপনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় রিপনের স্বীকারোক্তি মতে তার বাড়ির পাশের কবরস্থান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটারগান, ৯ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি রামদা, চারটি মোবাইল, চারটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। রিপন বার্মাশিল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এরপর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী পাবনা জেলা সদরের বাবুল শেখের ছেলে আব্দুল্লাহ কাওছার (২৪) ও নগরীর খালিশপুরের মোঃ আকরাম শেখের ছেলে ইকবাল শেখ (২৭)-কে গ্রেফতার করা হয়। এ দু’জনের বাসা থেকে ১২টি রামদা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

হাবিবের স্বপ্ন বড় আলেম হওয়ার, দোয়া নিতে চায় শায়খ আহমাদুল্লাহর

রাতে রাজধানীতে মাদকসহ নারী আটক

এসবি, পিবিআই ও শিল্প পুলিশে নতুন প্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।