সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রোটারি ঢাকা নর্থ ওয়েস্টে নতুন নেতৃত্ব; আব্দুর রহিম সভাপতি, শাহেদ সাদ সেক্রেটারি | চ্যানেল খুলনা

রোটারি ঢাকা নর্থ ওয়েস্টে নতুন নেতৃত্ব; আব্দুর রহিম সভাপতি, শাহেদ সাদ সেক্রেটারি

রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট তাদের প্রতিষ্ঠার পঞ্চাশতম বছরে এসে নতুন বোর্ড অব ডিরেক্টরদের ঘোষণা করছে, যেখানে আব্দুর রহিম চৌধুরী রোটারি বছর ২৫-২৬-এর জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং শাহেদ সাদ উল্লাহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই নেতৃত্বের দল সেবা এবং মানবকল্যাণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা এবং প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে।
নতুন বোর্ডের সদস্যদের মধ্যে আছেন, আব্দুর রহিম চৌধুরী সভাপতি, শাহেদ সাদ উল্লাহ সেক্রেটারি, আরজুদা রহমান পূর্ববর্তী সভাপতি, এমডি আজাদুল হক পরবর্তী সভাপতি, শারমিন রহমান সহ-সভাপতি, মাহবুবুল হক চৌধুরী সহ-সভাপতি, ড. আজাদুল হক জয়েন্ট-সেক্রেটারি, মুহাম্মাদ আলতামিশ নাবিল জয়েন্ট-সেক্রেটারি, এ এফ এম নেসার উদ্দীন ট্রেজারার, সিরাজউদ্দিন সরকার ডিরেক্টর, কাজী শাম্মী শের ডিরেক্টর, লায়লা রোজি ডিরেক্টর, সেলিমা খাতুন ডিরেক্টর, ইলমুল হক সজীব ডিরেক্টর, ড. হাশরাত আরা ক্লাব ট্রেইনার, প্রফেসর এম এ বারি সার্জেন্ট-অ্যাট-আর্মস, কেএম রফিকুল ইসলাম সার্জেন্ট-অ্যাট-আর্মস এবং লুৎফুর আর চৌধুরী বুলেটিন এডিটর।
আব্দুর রহিম চৌধুরী এবং শাহেদ সাদ উল্লাহ তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করবেন। তাদের নেতৃত্বে, ক্লাবটি এর বর্তমান সেবা কার্যক্রমকে শক্তিশালী করবে এবং সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেবে।
আব্দুর রহিম চৌধুরী, রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি, বলেন, “আমরা সক্রিয়ভাবে আমাদের কমিউনিটি এবং আন্তর্জাতিক সেবা প্রকল্পগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করব। আমাদের কার্যক্রমের প্রতি সদস্যদের অংশগ্রহণ এবং সেবা উন্নত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট এর নতুন বোর্ড ২৫-২৬ রোটারি বছরে আরও কার্যকর ও ফলপ্রসূ প্রকল্প বাস্তবায়নে কাজ করবে, এবং জনগণের জন্য উন্নত সেবা প্রদানের জন্য নিবেদিত থাকবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।