সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
রেললাইন নির্মাণের কারণে বন্ধ রাস্তা খোলার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন | চ্যানেল খুলনা

রেললাইন নির্মাণের কারণে বন্ধ রাস্তা খোলার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শতবর্ষের পুরনো চলাচলের রাস্তা রেললাইন নির্মাণের কারণে বন্ধ হওয়ায় রাস্তা খুলে দেওয়ার দাবিতে বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড কৃষ্ণনগর- সাচিবুনিয়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়া পরিবারের সদস্য ও শতাধিক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকাল ৯ টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন সাচিবুনিয়া স্কুল ভিটা এলাকায় এই মানববন্ধন পালিত হয়। অবরুদ্ধ হয়ে পড়া শতাধিক এলাকাবাসীসহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় নির্মাণাধীন রেল সড়ক ৩০ মিনিট অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচি চলাকালে ১ নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্ল্যা মিজানুর রহমান বাবু বলেন, কৃষ্ণনগর-সাচিবুনিয়া গ্রামের শতবছরের যান চলাচলের সরকারি রাস্তা রেললাইন নির্মাণে হঠাৎ করে বন্ধ করে  দেওয়ার ফলে এলাকাবাসীর ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এই কারণে গ্রামের স্কুল মসজিদ মন্দির ও হাট-বাজারে চলাচলে চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী। এমতাবস্থায় অবরুদ্ধ এলাকাবাসী পক্ষে   প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জলমা ইউনিয়নে’র চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক বলেন, রাস্তা বন্ধ হওয়ার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। সাচিবুনিয়া প্রাথমিক, মাধ্যমিক স্কুল বাজার, মসজিদ ও মন্দির থাকার কারণে এই রাস্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমার জন্ম থেকেই এই সরকারি রাস্তা দেখে আসছি, অথচ হঠাৎ করে রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছেনা। পাশে থাকা বাজার মসজিদ মন্দিরে যেতে ও আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে। মানববন্ধনে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ১ নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ রাসেল কবির, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র মন্ডল, এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কবির হাওলাদার, মোঃ ফারুক, জলিল জমাদ্দার প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রীতি সমাবেশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সময়ের খবর-এর মফস্বল সম্পাদকের সুস্থতা কামনা করেছেন এমইউজে ও বিএফইউজে

আইন-শৃঙ্খলা অবনতির দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না

খুবিতে ‘ট্রান্সফরমেটিভ রিসার্চ’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় এনসিপির পথসভা হবে দুটি স্থানে

রোটারি ঢাকা নর্থ ওয়েস্টে নতুন নেতৃত্ব; আব্দুর রহিম সভাপতি, শাহেদ সাদ সেক্রেটারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।