সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
রামপালের ফয়লাহাটে জামায়াতের সিরাত মাহফিল | চ্যানেল খুলনা

রামপালের ফয়লাহাটে জামায়াতের সিরাত মাহফিল

বাগেরহাটের রামপালে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা যুবসমাজের উদ্যোগে উপজেলার ফয়লা বাজার এন্ডবি মোড় চত্বরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু হয় মাহফিলের কার্যক্রম।

রামপাল উপজেলা যুব সমাজের সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাহাবুব মোল্লার সঞ্চালনায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র সুযোগ্য পুত্র ও খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি শামীম সাঈদী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নায়েবে আমীর এ্যাডভোকেট মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আব্দুল হাই, বাংলাদেশে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার যুব বিভাগের সভাপতি মন্জুরুল হক রাহাদ, রামপাল উপজেলা সেক্রেটারি মোঃ জিহাদুজ্জামান, জামায়াত নেতা ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ। সিরাত মাহফিল পেশ করেন মাওলানা মনিরুজ্জামান, মনোয়ার হুসাইন জাফরী, ক্বারী মিরাজ মাহমুদ।

সিরাত মাহফিলের প্রধান আকর্ষণ শামীম সাঈদী বলেন, আল-কুরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কে স্বৈরশাসকরা মিথ্যা চিকিৎসার নামে ষড়যন্ত্র করে মেরে ফেলছে। যারা কুরআনের পাখিকে মেরে ফেলছে তাদের বিচার এ বাংলার মাটিতে হবে। ছাত-জনতা এ হত্যার বিচার করবে। ছাত্র-জনতার দ্বারা অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হব। ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার তাওহিদী জনতা সিরাত মাহফিলে উপস্থিত হন। সন্ধা ৭.৩০টায় সিরাত মাহফিল শেষ হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

ভরাডুবি হবে জেনেই নির্বাচন চাইছে না কিছু খুচরা পার্টি: দুদু

নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু

জামায়াতের আয় সবচেয়ে বেশি, এরপর বিএনপি-জাপা

আগামী নির্বাচন বিএনপির জন্য একটি অগ্নিপরীক্ষা : মেজর হাফিজ

নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু

জামায়াত আজেবাজে থিওরি দিয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে: মেজর হাফিজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।