সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাখাইনে ফিরতে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা আলেমদের সমাবেশ | চ্যানেল খুলনা

রাখাইনে ফিরতে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা আলেমদের সমাবেশ

নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফিরতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে সমাবেশ করেছেন রোহিঙ্গা হাজারও আলেম-ওলামা। সমাবেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ, যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ চলে।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি সহায় সম্পদ এবং নিজস্ব পরিচয় সব ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে রোহিঙ্গাদের সব কিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বাস করছি। বছরের পর বছর নিজ দেশ ও মাতৃভূমি ছেড়ে আরেক দেশে জীবন কাটানো যায় না।

সেজন্য মিয়ানমারে ফিরে যেতে ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে সমাবেশ করা হচ্ছে। কিভাবে মিয়ানমারের রাখাইনে নিজ দেশে ফিরতে পারি সেই সহজ পথই খুঁজছি আমরা।

সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভী রহমত করিম বলেন, নিজ দেশ মিয়ানমার স্বাধীনের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করব।

উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন সমাবেশের সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা মুফতি ও ওলামাদের একটি সমাবেশ ক্যাম্পে হয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি দুপুরের দিকে শেষ হয়। সমাবেশে দাবি ছিল, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। সেটা আন্তর্জাতিকভাবে হোক বা নিজস্ব উদ্যোগে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাভার্ডভ্যানের পাটাতনে ৬০ কেজি গাঁজা, চালক নিজেই মাদককারবারি

পিরোজপুরে সেনাবাহিনীর কম্বল বিতরন

ঝটিকা মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।