সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রওশন এরশাদের জন্য দোয়া চাইলেন বিদিশা | চ্যানেল খুলনা

রওশন এরশাদের জন্য দোয়া চাইলেন বিদিশা

হাসপাতালে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনা করেছেন বিদিশা সিদ্দিক। তিনি ফেসবুক স্ট্যাটাসে সবার কাছে রওশন এরশাদের জন্য দোয়া চেয়েছেন।
অসুস্থ বোধ করায় গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসাপতালে (সিএমএইচ) ভর্তি করা হয় জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।

তার সহাকারী একান্ত সচিব (এপিএস) মো. মামুন হাসান শুক্রবার বিকালে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, রওশন এরশাদ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শুক্রবার সকালে ও দুপুরে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন। তিনি সার্বিকভাবে সুস্থ রয়েছেন। শনিবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে লেখেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
১৯৫৬ সালে ময়মনসিংহের মেয়ে রওশনকে বিয়ে করেন, সেই সময়কার তরুণ সেনা কর্মকর্তা এরশাদ। সংবাদমাধ্যমকে দেওয়া বিদিশা সিদ্দিকের সাক্ষাৎকার অনুযায়ী, ১৯৯৮ সালে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসায় এক অনুষ্ঠানে তার প্রথম দেখা হয় এরশাদের সঙ্গে। রওশনের সঙ্গে সংসার অব্যাহত রেখেই ১৯৯৯ সালে বিদিশার সঙ্গে বাগদান করেন এরশাদ। পরের বছর তারা বিয়ে করেন।
৭০ বছর বয়সী এরশাদের সঙ্গে ২৯ বছর বয়সী বিদিশার বিয়ে এবং তাদের সন্তান শাহাতা জারাব এরিকের জন্মের খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোচনা তৈরি হয়। ২০০৫ সালে এরশাদ-বিদিশার বিবাহ বিচ্ছেদ হয়। এরশাদের দেওয়া চুরির মামলায় জেলে যেতে হয় বিদিশাকে। ২০১৯ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন জাপার প্রতিষ্ঠাতা এরশাদ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই, প্রজ্ঞাপন হতে পারে: সালাহউদ্দিন

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই: জামায়াত আমির

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ, প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: তাহের

এই দলটি থেকে তরুণদের অনেক কিছু পাওয়ার আছে, বিএনপিতে যোগ দেওয়া প্রসঙ্গে স্নিগ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।