সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা | চ্যানেল খুলনা

যশোরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা

যশোরে দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে মরণব্যাধি করোনাভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলছে করোনার ভয়াবহ থাবা। হাসপাতালগুলোতে প্রতিদিন করোনা রোগীর চাপ বাড়ায় রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বাঘারপাড়ার বরবাঘ গ্রামের আব্দুল আজিজ জানান, ৫ জুলাই রাত ১০টা থেকে তিনি মহিলা ইয়োলোজোনের সামনে খোলা আকাশের নিচে টি-টেবিলের উপর স্ত্রীকে নিয়ে বসে আছেন। বিকেল তিনটা পর্যন্ত তার ওয়ার্ডে কোনো যায়গা হয়নি। সারারাত মশার কামড়ে তিনি ও স্ত্রী অতিষ্ট হয়ে উঠেছেন। রাতে একাধিক বার ওয়ার্ডের সেবিকা ও ওয়ার্ড বয়দের কাছে আকুতি মিনতি করেও কোনো শয্যা পাননি। টানা ১৬ ঘন্টা এ বৃদ্ধ দম্পতি খোলা আকাশের নিচে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানান, অনুমোদিত শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চিকিৎসা কার্যক্রম ব্যাহ হচ্ছে। অনেক সময় ডাক্তার -নার্স পাওয়া যাচ্ছে না। তাদের মতে রোগীদের সঠিক চিকিৎসায় আরও বেশি চিকিৎসক-নার্স ওই ওয়ার্ডে দিলে রোগীরা সত্যিকারে উপকৃত হবে।
চলতি মাসের গত ছয়দিনে যশোর জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন একহাজার চারশ’৩২ জন। যার প্রায় ৯৫ ভাগ রোগীই বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের। এ পরিসংখ্যানই স্পষ্ট করছে সারাদেশের মতো যশোরের গ্রামাঞ্চলে করোনার বিস্তার আগ্রাসীভাবেই শুরু হয়েছে। মৃত্যু ও আক্রান্তের হিসেব যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখনই সচেতন না হলে হয়তো সামনে ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হওয়া লাগতে পারে।
এদিকে, যবিপ্রবির জিনোম সেন্টারে আজ ৭ জুলাই যশোরের ৬৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে এবং ৩৭৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল‍্যের পন্য জব্দ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ছেলে খুন, বাবা গুরুতর জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।