বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়নে রং মিস্ত্রী রফিক গাজীর বসতঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলায় আহত ৩। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ২ এপ্রিল ইউনিয়নের গাজিরঘাট ৩ নং ওয়ার্ডে রং মিস্ত্রী রফিক গাজী ২০২০ সালে সালেক শেখ কাছ থেকে ১২১৩ ও ১২৮৬ দুটি দাগে ৩৩ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে রফিক গাজী। গত ২ এপ্রিল বসত বাড়িতে গিয়ে সালেক শেখ ও তার লোকজন দখলের উদ্যোশে বসতবাড়ি ভাংচুর করে। এতে বাঁধা দিলে মুনসুর গাজীর ছেলে রফিক গাজী (৩২) ও স্ত্রী অন্তরা বেগম (২২), বোন কহিনুর বেগম (৩৫)। গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ২০২১ সালে শাহাজাহান শেখের কাছে রফিক গাজীর দাগ উল্লেখ করে জমি বিক্রি করে সালেক শেখ।
এ বিষয়ে শাহজাহান শেখ বলেন, সালেক শেখের কাছ থেকে ২০১৫ ৩৩ শতক সালে জমি ক্রয় করে গাছপালাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করছি। আদালতে মামলা রয়েছে মামলা নং-৫৫২২। তারা কোটও অমান্য করেছে ৯৯৯ এ কল দিয়ে সহায়তা নিয়েছি।
এ সর্ম্পকে রং মিস্ত্রী রফিক গাজী বলেন, আসামিরা অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির লোক, আমার ক্রয় কৃত জমিতে দখলের উদ্যোশে হামলা ভাংচুর করে। স্ত্রীর স্বর্ণালংকার নগদ টাকা সহ প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিস্বাধন করে। আমি প্রশাসনের প্রতি তদন্তপূর্বক বিচারের দাবি করছি।


