খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল মোল্লা মিলনের স্ত্রী বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… ইলাহি রাজিউন)। মরহুম স্বামী ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য সজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শাহজালাল মোল্লা মিলনের স্ত্রীর মরদেহ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে নড়াইলের রাইখালী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বাদ জোহর রাইখালী জামে মসজিদ ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার বাদ জুম্মা রাইখালী জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মোঃ শাহজালাল মোল্লা মিলনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বৃবিতি দিয়েছেন পেশাজীবি সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এটিএন বাংলার বিভাগীয় প্রতিনিধি এস এম হাবিব ও সদস্য সচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লাসহ সংগঠনের সকল সদস্য।


