সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনী কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনী কার্যক্রম শুরু

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩য় তলায় ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে।

কার্যালয়ের ভেতরে দেখা গেছে, কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রামসহ সকল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবী পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদ ভিক্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ২হাজার ৫শ থেকে ৮হাজার টাকা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন হোসেন টুটুল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, কর্মচারী সংঘের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন ফরম কিনে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মো. জামাল উদ্দিন জাহিদ বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে মহাসড়ক অবরোধ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলনে গোরা-কারিম প্যানেল বিজয়ী

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট আট্টাকী শীতলা মন্দির কমিটি গঠন

চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।